সেবার সৈনিক মাদার তেরেসার জন্মদিন আজ
নিউজবাংলা: ২৭আগষ্ট, বৃহস্পতিবার:
ঢাকা: দীর্ঘ ৪ যুগ ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠার মধ্যদিয়ে। সেই ক্যাথলিক সন্ন্যাসিনী, সমাজসেবী, শান্তিতে নোবেল জয়ী প্রয়াত মাদার তেরেসার জন্ম দিন আজ।
আজ (২৭,আগষ্ট) ১০৫ তম জন্মবার্ষিকী তার।
১৯১০ সালের এই দিনেই জন্ম গ্রহন করেন আলবেনিয়ান বংশোদ্ভূত ভারতীয় জাতীয়তার এই সেবার সৈনিক। ১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন তিনি।
ম্যালকম মাগারিজের বই ও প্রামাণ্য তথ্যচিত্র ‘সামথিং বিউটিফুল ফর গড’ প্রকাশের পর সমাজসেবী এবং অনাথ ও আতুরজনের বন্ধু হিসেবে তাঁর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তারই স্বীকৃতি স্বরুপ ১৯৭৯ সালের ১৭ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হয়।
১৯৯৬ সালে পৃথিবীর ১০০ টিরও বেশি দেশে মোট ৫১৭টি মিশন পরিচালনা করছিলেন তেরেসা। মাত্র ১২ জন সদস্য নিয়ে যে চ্যারিটির যাত্রা শুরু হয়েছিল সময়ের ব্যবধানে তা কয়েক হাজারে পৌঁছোয়। তারা সবাই বিভিন্ন দেশের প্রায় ৪৫০টি কেন্দ্রে মানবসেবার কাজ করে যাচ্ছে।
১৯৯৭ সালে ৮৭ বছর বয়সে কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মানব সেবার এই অভিযাত্রী। তাঁর মৃত্যুর পর পোপ দ্বিতীয় জন পল তাঁকে স্বর্গীয় আখ্যা দেন; এবং তিনি কলিকাতার স্বর্গীয় টেরিজা।
নিউজবাংলা/একে