নিউজবাংলা: ২৯আগষ্ট, শনিবার:

ঢাকা: পৃথিবীর সব থেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এর তথ্য অনুযায়ী, প্রথমবার মতো ১ বিলিয়নের (১০০ কোটি) বেশি মানুষ এক দিনে ফেসবুক ব্যবহার করেছে। এটি ফেসবুকের জন্য একটি অনবদ্য নতুন রেকর্ড।

 

বৃহস্পতিবার মার্ক জুকারবার্গ এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টিকে একটি মাইলফলক হিসেবে দেখছেন এই ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তিনি জানান, সোমবার পৃথিবীর মানুষের মধ্যে প্রতি ৭ জনে ১ জন পরিবার-পরিজনের সঙ্গে যোগাযোগ রাখতে ফেসবুক ব্যবহার করেছেন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

বর্তমানে সারাবিশ্বে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা তিনশ কোটির মতো। আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় দেড়শ কোটি। যারা প্রতি মাসে অন্তত একবার তাদের অ্যাকাউন্টে লগ ইন করেন।

২০০৪ সালে যাত্রা শুরু করা ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ২০১০ সালের জুলাইয়ে ৫০ কোটিতে পৌঁছায়। ২০১২ সালের অক্টোবরে তা ছাড়িয়ে যায় একশ কোটির কোঠা। আর চলতি বছর জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা করে, বিশ্বের অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারিই এখন ফেসবুক পরিবারের সদস্য। এই সংখ্যা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেছেন মার্ক জুকারবার্গ। তিনি এক পোস্টে লিখেছেন, “পুরো বিশ্বকে যুক্ত করার এটা কেবল শুরু।

বর্তমানে ফেসবুকের ১ দশমিক ৫ বিলিয়ন ব্যবহারকারী আছেন যারা মাসে অন্তত একবার লগ ইন করেন। তবে একদিনে এক বিলিয়ন ব্যবহারকারীর লগ ইন করার ঘটনা সোমবার প্রথম ঘটেছে বলে জানান জুকারবার্গ।-সূত্র: বিবিসি।

নিউজবাংলা/একে