নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতীর জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী কর্মসুচি পালন করে ।

এ উপলক্ষে আজ রোববার সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক মিয়া, উপজেলা চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী অলিদ ইসলামসহ অন্যরা।

নিউজবাংলা/একে