নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা: আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি এবং আমরা যেকোনো সময় গুম হয়ে যেতে পারি। আমি নিজেই যে গুমের শিকার হবো না এ গ্যারান্টি দিতে পারি না।’
রোববার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গুম হওয়া বিএনপি নেতাকর্মীর স্বজনদের সহমর্মিতা জানাতে গিয়ে ‘অনন্ত অপেক্ষা… বাংলাদেশে গুম ২০০৯-২০১৫’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় তিনি গুম হওয়া দলের নেতাকর্মীদের ফিরে পেতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান। একই সঙ্গে বাংলাদেশের একজন নিরপেক্ষ ব্যক্তিসহ আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের সমন্বয়ে একটি কমিটি গঠনেরও দাবি জানান খালেদা জিয়া।


