নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:

মিজান বাবু ,নগরকান্দা (ফরিদপুর)
‘শিশুদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানার আইন আছে , প্রয়োগ নাই ’
বাংলাদেশে মাদক নিয়ন্ত্রন আইনে বলা হয়েছে, ‘১৮ বছরের কম বয়সের কোন ব্যক্তির নিকট বিড়ি, সিগারেট, জর্দ্দা, গুল ইত্যাদি তামাকজাত দ্রব্য বিক্রি করা নিষিদ্ধ। কেউ আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।’

অথচো সরকারের এই আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অথবা আইনের প্রয়োগ না থাকার কারনে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সব জায়গাতেই বিভিন্ন দোকানে ১৮ বছরের কম বয়সের ব্যক্তি অর্থাৎ শিশুদের নিকট বিক্রি করা হচ্ছে তামাকজাত দ্রব্য। বিশেষ করে স্কুল কলেজের কাছের দোকান থেকে ১৩ থেকে ১৭ বছর বয়সের ছেলেদের সিগারেট কিনতে বেশি দেখা যায়। দোকানে অবাধে সিগারেট বিক্রি হওয়ার কারনে শিশুরা প্রথমে সিগারেট পরে ধিরে ধিরে গাজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের নেশায় আসক্ত হচ্ছে। প্রতিদিনই মাদকাসক্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ভয়ানক হারে।

জানা গেছে, কিছু কিছু ছেলে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বাহির হয়ে স্কুল ফাকি দিয়ে বন্ধুদের নিয়ে নিরিবিলি কোনো স্থানে গিয়ে ধুমপান করে থাকে। কোন কোন ছেলে গাজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্যের নেশায় আসক্ত হচ্ছে মারাত্মক ভাবে। সিগারেটসহ বিভিন্ন তামাকজাত দ্রব্য শিশুদের নিকট অবাধে বিক্রি করার কারনে খুব সহজেই শিশুরা এ মরন নেশায় আক্রান্ত হচ্ছে।

পিতা মাতার উদাসীনতা, জনসচেতনতার অভাব ও আইনের যথাযত প্রয়োগ না থাকার কারনে দিন দিন মাদকাসক্ত শিশুর সংখ্যা বেড়েই চলেছে বলে মনে করছেন এলাকার সুশীল সমাজের কর্তারা। মাদকের কুপ্রভাবে শিশুরা লেখা পড়ার প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। অল্প বয়সেই বিভিন্ন রোগ ব্যধিতে আক্রান্ত হচ্ছে। আর নেশার উপকরন কিনতে টাকার প্রয়োজনে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ জগতে পা দিচ্ছে। নগরকান্দার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় কম বেশি সব জায়গায় এখন দেখা যায় এ চিত্র।

নগরকান্দায় বড় মানুষেরা কত টুকু মাদক থেকে দূরে আছে বা মাদকাসক্ত বড় মানুষের কারনে সমাজ ও পরিবার কত টুকু ক্ষতিগ্রস্থ হচ্ছে সে বিষয়ে গুরুত্ব না দিলেও, আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাদকের মরন ছোবল থেকে রক্ষা করতে হলে সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষকে উদ্যোগ নিতে হবে। তা না হলে আমাদের আগামী প্রজন্ম নেশার রাজ্যে হারিয়ে যাবে ও সমাজ ব্যবস্থা অশিক্ষা, কুশিক্ষা আর অপরাধের অন্ধকার নগরে পরিনত হবে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকার অনেকেই অভিযোগ করেন, শিশুদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রি করলে আইনে শাস্তি ও জরিমানার বিধান থাকতেও যথাযত ভাবে প্রয়োগ না থাকায় এ ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। প্রশাসনের এ ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়া উচিৎ।

নিউজবাংলা/একে