নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:

মোঃ রুহুল আমীন আত্রাই (নওগা) প্রতিনিধি।। নওগাঁর আত্রাইয়ে সুতি জালকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রবিবার সন্ধায় উপজেলার বাঁকা (ঋষি পাড়ায়) উজ্জল এর নেতৃত্বে ব্রিজের মুখে সুতি জাল দিয়ে মাছ ধরারর চেষ্টা করে। এতে একই গ্রামের এলাহী বক্স,আব্দুল জলিল,এনামুল, এমদাদুল সুতি জাল দিয়ে মাছ ধরতে বাধা দেওযায় উভয় পক্ষের মধ্য কথা কাটাকাটির এক পর্যায়ে উজ্জলের নেতৃত্বে ৮-১০জন এলোপাতারি মারপিট শুরু করে। এতে গুরুতর আহত হয় আলাউদ্দিন ছেলে এলাহী বক্স (২৬), মৃত কায়েম উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০), আব্দুল জব্বারের
ছেলে এনামুল(২৬), মৃত আক্কাছের ছেলে এমদাদুল(৩০), ও হাবিবের ছেলে রেজাউল (২৩)। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করে। অবস্থার অবনতি হলে এলাহীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। এঘটনা পর থেকে বাঁকা গ্রামে থমথমে
অবস্থা বিরাজ করছে।এব্যপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমার কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

নিউজবাংলা/একে