নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: এখনই কোনো কঠোর কর্মসূচির দিকে যেতে রাজি নয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। নতুন করে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলেও এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির কথা ভাবছে বিএনপি জোট।

 

আজ রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেন, ‘বৈঠকে গ্যাস বিদ্যুতের নতুন করে দাম বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জোট নেতারা বৈঠকে এর প্রতিবাদে কী ধরণের কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে যার যার অভিমত তুলে ধরেছেন।’

তিনি বলেন, “জোটনেত্রী সকলের অভিমত শুনেছেন। তবে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি।”

কী ধরনের কর্মসূচির বিষয়ে আলোচনা হয়েছে জানাতে চাইলে তিনি বলেন, ‘হরতাল, বিক্ষোভ থেকে শুরু করে লিফলেট বিতরণ পর্যন্ত আলোচনা হয়েছে। তবে কী কর্মসূচি দেওয়া হবে তা শুধু ম্যাডামই বলতে পারবেন।’

এদিকে বিক্ষোভের কর্মসূচি দিলেও তা মহানগর বা জেলা পর্যায়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলেও জোট সূত্রে জানা গেছে।

নিউজবাংলা/একে