নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: ক্রমবর্ধমান অভিবাসন সঙ্কট নিয়ে আলোচনার জন্য এক জরুরি বৈঠকের ডাক দিয়েছে ইউরোপের দেশগুলোর সংগঠন ইউরোপীয় ইউনিয়ন(ইইউ)।

সোমবার এক বিবৃতিতে ইইউ প্রেসিডেন্ট জানিয়েছেন, সংস্থার ২৮ সদস্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা আগামী মাসের ১৪ তারিখে অভিবাসন সঙ্কটের ওপর আয়োজিত এক বিশেষ বৈঠকে অংশ নেবেন। সংস্থাটির বর্তমান সভাপতি দেশ লুক্সেমবার্গ থেকে পাঠানো ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, অভিবাসন সঙ্কট অন্য যেকোনো সময়ের তুলনায় ভয়াবহ হয়ে উঠেছে।
গত সপ্তাহে অস্ট্রিয়ার এক লরি থেকে ৭১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করার পর এ বৈঠকের ডাক দিল ইইউ। গত মাসেই ইইউভুক্ত দেশগুলোর সীমান্তে ১ লাখ ৭৫ হাজার অভিবাসনপ্রত্যাশীরা ভিড় জড়িয়েছিল। জাতিসংঘ মনে করে থাকে, সিরিয়া গৃহযুদ্ধের কারণেই ইউরোপে শরণার্থীদের ঢল নেমেছে।
এদিকে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স বলছে, ইটালি ও গ্রিসে পৌঁছনো মাত্রই অভিবাসনপ্রত্যাশীদের তালিকাভুক্ত করা হবে এবং তাদের আঙুলের ছাপ নেয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া প্রতিদিনই বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের মধ্য থেকে কিছু মানুষকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রয়োজনে ‘সেফ কান্ট্রিজ অফ ওরিজিন’ বা ‘নিরাপদ দেশ থেকে আসা’ দেশের একটি তালিকা ইইউ’র থাকা দরকার বলেও মনে করে এই তিনটি দেশ।

নিউজবাংলা/একে