নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে মাদকাসক্তরা এখন ফেনসিডিলের বিকল্প হিসেবে কাশের ওষুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সেবন করছে।

জানা গেছে, বাংলাদেশে ফেনসিডিল আমদানী, বিক্রয়, ক্রয় ও সেবন আইনে দন্ডনীয় অপরাধ হওয়ায় মাদকাসক্তরা আইনের চোখকে ফাকি দিয়ে এলাকার বিভিন্ন গোপন স্থান থেকে ফেনসিডিল কিনে থাকে। এতে যে কোনো মুহুর্তে পুলিশ ও র‌্যাবের হাতে ধরা পড়ার অনেক ঝুকি রয়েছে। এ ছাড়া ফেনসিডিল ভারত থেকে এলাকা পর্যন্ত আনতে ব্যাপক ঝুকি থাকায় দিন দিন এর মুল্য বৃদ্ধি পাচ্ছে। যারা নিয়মিত ফেনসিডিল সেবন করে তাদের প্রতি বতল কিনতে ৫’শ থেকে ৭’শ টাকা খরচ হয়। আইনের ঝামেলা ও অতিরিক্ত দামের কারনে এখন নগরকান্দায় কিছু কিছু মাদকসেবী ফেনসিডিলের বিকল্প হিসেবে বেছে নিয়েছে কাশের ওষুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অভিনব ফর্মুলা। এতে তাদের ঝুকি ও অর্থ দু’দিকেই উপকার হচ্ছে। এলাকায় এখন এ বিকল্প পন্থা ব্যাপক জনপ্রিয় হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান। আর এ সুযোগে কিছু মুনাফা লোভী ব্যবসায়ী অধিক লাভের আশায় চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়াই মাদকসেবীদের কাছে বিক্রি করছে কাশের ও ঘুমের ওষুধ। এমনকি গ্রামের মধ্যে কিছু কিছু মুদি দোকানেও বিক্রি করা হয় গুরুত্বপুর্ণ ওষুধ। যে কোনো ওষুধ ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি করা বেআইনী ও দন্ডনীয় অপরাধ হলেও কিছু কিছু ব্যবসায়ী মানছে না আইন। তাইতো সমাজকে অবক্ষয় থেকে বাঁচাতে ও মানুষের স্বাস্থ্য রক্ষায় এ ব্যাপারে আইনের যথাযত প্রয়োগ জরুরী বলে মনে করছেন অনেকেই।

নিউজবাংলা/একে