ওয়াহিদা সিফাতের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে রাবিতে মানববন্ধন
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতের হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বিভাগের সামনে তারা এই মানবন্ধনের আয়োজন করে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-ের সভাপতিত্বে ও মাস্টার্সের শিক্ষার্থী আলী রমজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, মাস্টার্সের শিক্ষার্থী মাহবুব আলম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অধরা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,ওয়াহিদা সিফাতের মৃত্যু কোন র্দূঘটনা নয় বরং এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের মধ্যে মাত্র এক জন গ্রেপ্তার করা হয়েছে অন্যরা এখনও ধরা ছোয়ার বাহিরে রয়েছে ।
তারা দাবি জানায়, এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে এমন কাজ করতে ভবিষ্যতে আর কেউ সাহস না পায় ।
এসময় বক্তারা আরো বলেন, যত দিন না পর্যন্ত তারা ন্যায় বিচার না পাচ্ছে, তত দিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে ।
এসময় বিভাগের সভাপতি ড.প্রদীপ কুমার পান্ডে বলেন, ওয়াহিদা সিফাতের হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তি নিশ্চিত করতে যা যা করা দরকার তার জন্য বিভাগের পক্ষ থেকে দেওয়া হবে । প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে ।
মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লিখিত, গত ২৯ মার্চ রাজশাহীর মহিষবাথান এলাকায় শ্বশুর বাড়িতে রহস্যজনক ভাবে মারা যায় সিফাত। তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করলেও সিফাতের বাবা মায়ের দাবি তাকে হত্যা করেছে তার শ্বশুরবাড়ির লোকজন।
নিউজবাংলা/একে