গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গ্যাস-বিদ্যুৎ মুল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদের আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবী জানান। তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে যখন ক্রমাগত জ্বালানীর দাম কমছে, তখন বাংলাদেশে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। এই মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উপর, পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে।
সেই সঙ্গে বক্তারা পেয়াজ, মরিচ ও সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য স্থিতিশীল রাখতেও সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
নিউজবাংলা/একে