নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:

রাজশাহী রেলওয়ে স্টেশন মাস্টারের অফিস কক্ষে রেলওয়ে পাকশীর (উত্তর) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (এসিও) আব্দুল্লাহ্-আল মামুনকে শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী রেল স্টেশনে প্রতিবাদ সমাবেশ, র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী এ্যাসোসিয়েশন পাকশী শাখার পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য দেন বুকিং সহকারী এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবিএম আব্দুর রহমান, উপদেষ্ঠা মন্ডলির সদস্য তরিকুল ইসলাম, আব্দুল আলিম, সভাপতি আব্দুল মমিন ,সহ-সভাপতি তুষাউর রহমান,সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম,আব্দুল হান্নান,আব্দুল খালেক,সেলিম রেজা,আলি আজগর ডালিম,যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ,তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল করিম।

এ সময় বক্তারা বলেন,গত ২৫ আগষ্ট রাজশাহী রেল স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুমে কতিপয় দূষ্কৃতিকারী যুবক রেলওয়ে পাকশীর (উত্তর) সহকারী বাণিজ্যিক কর্মকর্তা আব্দুল্লাহ্-আল মামুনকে শারীরিক ভাবে লাঞ্চিত করে। ঘটনার পর জিআরপি থানায় প্রথমে জিডি ও পরে মামলা করা হয়। সিসি ক্যামেরায় ফুটেজ দেখার পরও রহস্য জনক কারনে পুলিশ তাদের গ্রেফতার করেনি। বক্তারা সময় বেধে দিয়ে বলেন,আগামী ৩ সেপ্টেম্বর কমলাপুর রেলস্টেশনে মানববন্ধন এবং ৫ সেপ্টেম্বর পাকশী, লালমনিরহাট, ঢাকা ও চট্্রগ্রাম শাখার সমন্বয়ে চট্্রগ্রাম স্টেশনে মানববন্ধন কর্মসূচীর ঘোষনা করে। এরপরও কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।

নিউজবাংলা/একে