নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে পাঁচ মাদকসেবীর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী গ্রামের আব্দুস সামাদের ছেলে লিটন (৩৫), সওদাগরপাড়ার বছির উদ্দিনের ছেলে আবু রায়হান (৩০), বাইমহাটি গ্রামের  আব্দুল জব্বারের ছেলে জুয়েল (৩০), উপজেলার গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে হেলাল (২৮), একই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের তাহির উদ্দিনের ছেলে শাহ আলম (৩০)। তাদের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের কারাদ- দেন।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুম আহমেদ বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

 

নিউজবাংলা/একে