সাদুল্যাপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ও দামোদরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে জেলা প্রশাসক মো. আবদুস সামাদ মঙ্গলবার ত্রাণ বিতরণ করেছেন।
তিনি পরিবার প্রতি ১০ কেজি করে চাল বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গুচ্ছ গ্রামে ২ শত পরিবারকে ও দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় ৩ শত পরিবারকে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আহসান হাবীব, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মন্ডল, জামালপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা প্রমুখ।
নিউজবাংলা/একে