বাসাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিউজবাংলা: ০১ সেপ্টেম্বর, মঙ্গলবার:
বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে বণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বণাঢ্য র্যালীটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট আহমেদ আযম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সভাপতি এনামুল করিম অটল, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, যুগ্ম আহবায়ক ওহিদুল ইসলাম মোস্তফা,
উপজেলা যুব দলের সভাপতি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি মামুল আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান তুহিন প্রমূখ।
নিউজবাংলা/একে