নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ধারা অসাংবিধানিক ঘোষণার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

 

বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

৫৭ ধারার রিট আবেদনটি খারিজ করে দেয়ার পর আইনজীবী শিশির মনির জানিয়েছেন, এ রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আপিল করা হবে।

এর আগে গত রোব ও সোমবার এ রিটের ওপর শুনানি হয়। ঐ দুই দিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

গত মাসের ২৬ তারিখে এ আইনের ৫৭ ধারার ভুক্তভোগী জনৈক জাকির হোসেন এ রিট আবেদনটি দায়ের করেন। আইন সচিব ও তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, ৫৭ ধারাটি সংবিধানের ২৭,৩১,৩২ ও ৩৯ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক। এজন্য আমরা এ ধারাটি অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট আবেদনটি দায়ের করেছি।

উল্লেখ্য,এ সংক্রন্ত তিনটি রিটের মধ্যে ২টি খারিজ করে দিয়েছে আদালত আর একটিতে রুল জারি করা হয়েছে।

নিউজবাংলা/একে