নিউজবাংলা: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে দু’টি গরু মারা গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বজ্রপাতে উপজেলার কাশিল ইউনিয়নের বাঘিল গ্রামের কৃষক খোরশেদ আলমের প্রায় ৬০ হাজার মুল্যের দু’টি গরু মারা গেছে। গরুর মালিক জানান, আগামী ঈদে আমার পোষা গরু দু’টি বিক্রি করার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করেছিলাম। গরু দুটি মারা যাওয়ায় আমার বিশাল ক্ষতিসাধন হয়েছে। ঘটনাটি তাৎক্ষনিকভাবে বাসাইল প্রাণী সম্পদ অফিসে জানানো হয়েছে। বাসাইল প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নূরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।

নিউজবাংলা/একে