ঈশ্বরদীতে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার
নিউজবাংলা: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি:
গাঁজা ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ছয়মাসের সাঁজা প্রাপ্ত আসামি আব্দুর রহিমকে মুলাডুলির নিজ বাড়ি থেকে আজ সকাল ১০ টার দিকে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করেছে।
সে মুলাডুলির সাহাব উদ্দিনের ছেলে। ঈশ্বরদী থানা পুলিশ জানায়, গাঁজা ব্যবসা করার অপরাধে প্রায় সাত মাস আগে আব্দুর রহিমকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আড়াই মাস জেল হাজতে থাকার পর সে জামিনে মুক্ত হয়ে হাইকোর্টে আপিল করে। হাইকোর্ট নি¤œ আদালতের রায় বহাল রাখে। নিয়মানুযায়ি তাকে কোর্টে হাজিরা দেওয়ার কথা থাকলেও সে হাজিরা দেওয়া থেকে বিরত থাকায় তার বিরুদ্ধে কোর্ট থেকে গ্রেফতারি পরওয়ানা জারি করা হয়।
নিউজবাংলা/একে