ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের নামে ভূয়া ম্যাসেস দিয়ে ২০ হাজার টাকা প্রতারণার সময় দু’প্রতারক দোকানীর হাতে ধরা পড়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে প্রতারনার সময় পাকশীর রূপপুর মোড়ের ডাচ বাংলা ব্যাংকিংয়ের এজেন্ট এসডি জুয়েল ট্রেডার্সের মালিক জুয়েল তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। জুয়েল ট্রেডার্সের পরিচালক জীবন জানান, বুধবার তাঁর ভাই শাহজাহান আলী জুয়েল দোকানে ছিলেন। এ সময় দুই প্রতারক গোপালগঞ্জ জেলার খুরশিদপুরের বাগুনডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে মিঠু শেখ ও একই এলাকার আব্দুল গনি শেখের ছেলে আজাদ শেখ তাঁর ভাই জুয়েলের কাছে এসে ডাচ বাংলার এজেন্ট নাম্বার চায় এবং বলে তাদের ২০ হাজার টাকা আসবে। নাম্বার দেওয়ার কিছুক্ষণ পর একটি ২০ হাজার টাকার ম্যাসেজ আসে। জুয়েল বুঝতে পারে এটি ভূঁয়া ম্যাসেজ। এ সময় তাদের দুইজনকে আটক করে পুলিশে খবর দেয়। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজাউল ইসলাম জানান, প্রতারকদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হবে।