নিউজবাংলা: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:

বাসাইল(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের বাসাইলে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত দুই দিন ব্যাপি কর্মসূচির সমাপনী অনুষ্ঠান গত কাল ১০ সেপ্টেম্বর বিকেলে বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজি শহিদুল ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলিয়া শারমিনের সভাপতিত্বে দেশে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের প্রসার ও সেবার গুরুত্বারোপ করে আলোচনায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম তালুকদার, ফুলকি ইউপি চেয়ারম্যান শামছুল আলম বিজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ইন্টারনেট এর অপব্যবহার বর্জন ও এর সুব্যবহার নিশ্চিত করে ডিজিটাল বাংলাদেশ গড়া ও সরকারের ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান বাস্তবায়নে সহযোগিতা করার জন্য ইন্টারনেট ব্যবহারকারী ও সুবিধাভোগিদের প্রতি আহবান জানান । মেলায় অংশগ্রহণকারি প্রতিষ্ঠান সমুহের মধ্যে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মনিরা আক্তারের দক্ষতায় মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে ডিজিটাল কনটেন্ট উপস্থাপনে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়র সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করে। পরে ইউএনও মিলিয়া শারমিন মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠান সমুহের মধ্যে পুরস্কার বিতরন ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে মেলার সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মন্তোষ চন্দ।

নিউজবাংলা/একে