টাঙ্গাইলে অস্ত্রসহ ডাকাত আটক
নিউজবাংলা: ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:
বিভাস কৃষ্ণ চোধরী:
টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া থেকে আজ বৃহস্পতিবার আগ্নেয়াস্ত্রসহ এরশাদ আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২।
এরশাদ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকী আজ দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল আজ ভোররাতে ওই গ্রামে অভিযান চালায়। এসময় সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলীকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
নিউজবাংলা/একে