নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: জেল-জরিমানার বদলে অপরাধীদের বই কেনা ও পড়ার শাস্তি দিতে শুরু করেছেন ইরানের এক বিচারক। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গনবাদ-ই-কাভুস এর কাসেম নাকিজাদেহ নামের এক বিচারকের আদালতে এই বিকল্প শাস্তির যাত্রা শুরু হল।