নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: জেল-জরিমানার বদলে অপরাধীদের বই কেনা ও পড়ার শাস্তি দিতে শুরু করেছেন ইরানের এক বিচারক। ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গনবাদ-ই-কাভুস এর কাসেম নাকিজাদেহ নামের এক বিচারকের আদালতে এই বিকল্প শাস্তির যাত্রা শুরু হল।

এই শাস্তি আত্মিক পরিশোধন ও শিক্ষামূলক।

তার আদালতে আসা ফৌজদারি অপরাধীদের পাঁচটি করে বই কিনতে হবে। শুধু বই কিনলেই হবে না তা পড়া হয়েছে কিনা তার প্রমাণ হিসেবে বই গুলি সম্পর্কে সংক্ষেপে লিখে তা বিচারকের কাছে জমাও দিতে হবে। হাদিস থেকে শিক্ষণীয় বানী তাদের লেখায় উল্লেখ করতে হবে।

বিচারক কাশেম নাকিজাদেহ বলেছেন, কারাদণ্ডের মানসিক ও শারীরিক প্রভাব পড়ে ব্যক্তি ও তার পরিবারের উপরে। যার ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি খুব কঠিন।

মূলত প্রথমবারের অপরাধ, লঘু অপরাধ ও অল্পবয়সীদের ক্ষেত্রে তিনি এই সাজা দিচ্ছেন। বিচারক নাকিজাদেহ বলছেন, সহজ ভাষায় লেখা বই ও বিজ্ঞানভিত্তিক বই কিনতে তাদের উৎসাহিত করা হয়।

বই গুলো পড়া হয়ে গেলে তা আবার স্থানীয় কারাগারে দান করতে হবে। কারাগারে দান করা বইগুলোও কাজে আসে কারণ বই পড়ার অভ্যাস তৈরি হলে কারাবন্দীরা ঝগড়া বিবাদে কম জড়ায়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে সম্প্রতি ইরানে নতুন একটি আইন প্রণীত হয়েছে। ওই আইনের আওতায় বিচারকরা এখন থেকে বিকল্প সাজার ব্যবস্থা করতে পারবেন।

নিউজবাংলা?একে