রাস্তায় না নামার ঘোষণা ছাত্রদের
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: শিক্ষার ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে রবিবার থেকে নিজেদের ক্যাম্পাসে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি শুক্র ও শনিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার রামপুরায় ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয়।
গত বুধবার ভ্যাট প্রত্যাহারের দাবিতে ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা রামপুরা সড়ক অবরোধ করে। পরে সেদিন রাতে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ছাত্রদের দাবি তাদের উপর গুলি করা হয়েছিলো।
এরপর গতকাল বৃহস্পতিবার রাজধানীর রামপুরা, ধানমন্ডি, মহাখালি, বনানি, বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। দিনভর সড়ক অবরোধ করে রাখায় এক প্রকার অচল হয়ে পড়ে ঢাকা।
এমনকি জাতীয় রাজস্ব বোর্ড, অর্থমন্ত্রী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ঘোষণার পরও অনেক স্থানে রাস্তা অবরোধ থাকে। অর্থমন্ত্রীর ঘোষণাকে ছাত্র-ছাত্রীরা প্রত্যাখ্যান করে রাজপথে অবস্থান অব্যাহত রাখার চেষ্টা করে।
বিশেষ করে ধানমন্ডি ২৭ নম্বরের মাথায় মিরপুর সড়কে অবস্থান নিয়ে একদল ছাত্র আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণার পর রাত সাড়ে আটটার দিকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।পর পর দুই দফা হামলা করা হয় তাদের ওপর।
নিউজবাংলা?একে