নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
ঢাকা: ফুসফুস ক্যান্সারে আক্রান্ত দেশের অন্যতম বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক লাকি আখন্দ। কয়েকদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকার পর ৯ সেপ্টেম্বর তাঁকে ক্যামোথেরাপির জন্য ব্যাংকক নিয়ে যাওয়া হয়েছে।

এতো অসুস্থতার মধ্যেও সব পরিকল্পনা যেনো শুধু গানকে ঘিরেই।

আত্মীয়-বন্ধু ও ভক্তরা নিয়মিত খোঁজ খবর রাখচ্ছেন শিল্পীর শারীরিক অবস্থার। গায়ক মাকসুদ ফোনে শারীরিক অবস্থার খোঁজ নিতে চাইলে লাকি জানান, তিনি কিছু নতুন সঙ্গীতের ওপর কাজ করছেন, যা দিয়ে চমকে দিবেন সবাইকে।

মাকসুদকে তিনি ফোনে বলেন, আমি থাইল্যান্ড থেকে সুস্থ হয়ে ফিরে নতুন কিছু সঙ্গীত কম্পোজ করবো। অ্যালবামের জন্য তোমার পুরনো গানগুলো থেকেও কয়েকটি গান নির্বাচন করবো।

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত লাকির চিকিৎসা বেশ ব্যয়বহুল। তবুও চিকিৎসার জন্য কোন সহায়তা নিতে চান না গুণী এই শিল্পী। তার গাওয়া জনপ্রিয় গানের রয়্যালটি দিয়েই তিনি চিকিৎসা খরচ চালাতে চান।

আধুনিক বাংলা গানে লাকি আখন্দ এবং তার ভাই হ্যাপি আখন্দের অবদান উল্লেখযোগ্য। লাকির ‘এই নীল মণিহার’ এবং হ্যাপির ‘আবার এলো যে সন্ধ্যা’ বাংলা গানের মাইলফলক হয়ে থাকবে।

নিউজবাংলা?একে