নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

 

সাভার সংবাদদাতা:

সাভার: ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় ঢাকাগামী সাউদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খায়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০জন আহত হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার গভীর রাতে ধামরাইয়ের জয়পুরায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী সাউদিয়া পরিবহনের দ্রুতগতির বাস ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি মহাসড়কের পাশে একটি গাছে সজোড়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যায়।

খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং আহতের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক জানান, নিহত ওই যাত্রীর পরিচয় জানা গেলে লাশ নিহতের স্বজনের কাছে হস্তান্তর করা হবে। বাসটি ইতোমধ্যে র‌্যাকারের সাহায্যে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

নিউজবাংলা/একে