নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

 

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার শঠিবাড়ি বাজারে হাতকড়াসহ এক আসামিকে কেড়ে নিয়েছে তার পরিবারের লোকজনসহ গ্রামবাসী।

এ ঘটনায় সারারাত অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আসমির নাম আনিসুর রহমান। সে শঠিবাড়ি বাজার এলাকার জসমুদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ওই এলাকার শঠিবাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজে চাঁদা দাবি করে আনিসুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজ বন্ধ করে দেয় আনিসুরসহ তার লোকজন। পরে এ ঘটনায় ২৫ আগস্ট ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বাদী হয়ে আদিতমারী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এ মামলায় তদন্তকারী কর্মকর্তা আদিতমারী থানার এসআই সরওয়ার আলম বৃহস্পতিবার রাত ৯টার দিকে শঠিবাড়ি বাজারে অভিযান চালিয়ে প্রধান তাকে গ্রেপ্তার করে মোটর সাইকেলে তোলার চেষ্টা করেন। এক পর্যায়ে আনিসুরের লোকজন জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে নিয়ে যায়।

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশের একটি টিম গিয়ে তাদের উদ্ধার করেন। সারারাত ওই এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি বলে পুলিশ জানিয়েছেন।

আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলা/একে