রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্মেলন
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
শাবিব হোসেন, রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্র ফেডারেশনের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটিরায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘অবিলম্বে রাকসু সচল করে নিরাপদ মানবিক ক্যাম্পাস নির্মাণে সোচ্চার হোন এবং সহিংসতা, যৌন সন্ত্রাস, প্রশাসনিক স্বৈরতন্ত্রের শিকল ছিন্ন করে রাবিকে একটি মুক্ত জ্ঞানচর্চা কেন্দ্রে পরিণত করতে ঐক্যবদ্ধ হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল। এছাড়া এই সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন গণসংঘতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সভাপতি সৈকত মল্লিক, রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আহসান হাবীব রকি প্রমুখ।
নিউজবাংলা/একে