টাঙ্গাইলে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:
বিভাস কৃষ্ণ চোধরী:
সারাদেশের জেলা পর্যায়ে প্রথমবারের মতো টাঙ্গাইলে আজ শুক্রবার থেকে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও আন্তর্জাতিক দাবা খেলোয়ার রানী হামিদ।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন র্যাব ১২ এর ৩নং কোম্পানী কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি জাহাঙ্গীর ইসলাম, যুগ্ম সম্পাদক মোরসালিন আহমেদ, সেরা দাবা খেলোয়ার রানী হামিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ হাসান ফিরোজ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কাজী জাকেরুল মওলা প্রমুখ।
পাঁচদিন ব্যাপী এই প্রতিযোগীতায় বাংলাদেশ ও ভারতের ১২০জন রেটিং ও নন রেটিং দাবা খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
নিউজবাংলা/একে