নিউজবাংলা- ১১সেপ্টেম্বর শুক্রবার:

মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুইদিন ধরে অবস্থান নিয়েছেন প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে।

জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার সিঙ্গারডাক গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে মিতু আক্তারের সঙ্গে মির্জাপুর উপজেলার কুইচতারা গ্রামের মো. তারা মিয়ার ছেলে খোকনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। মিতু বিয়ের জন্য চাপ দিলে খোকন অস্বীকার করে। এ অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মিতু তার প্রেমিক খোকনের বাড়িতে অবস্থান নেয়। এদিকে মিতুর অবস্থানের খবর পেয়ে প্রেমিক খোকন বাড়ি থেকে সটকে পড়েছে বলে জানা গেছে। এদিকে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান নেয়ার খবরে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রেমিকা মিতু আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, বিয়ের প্রলোভন দিয়ে সে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। এখন বিয়ের কথা বলায় সে তা অস্বীকার করে। এমতাবস্থায় আমি অন্য কোন উপায় না পেয়ে বিয়ের দাবিতে খোকনের বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন। একই ব্যাপারে প্রেমিক খোকনের সঙ্গে কথা বলে তিনি বলেন তারা সাথে আমার মনের কোন সম্পর্ক নেই। টাকার সম্পর্ক ছিল। এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (ওসি) মাইন উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠিয়েছি

নিউজবাংলা/একে