নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
ঢাকা: মক্কার মসজিদুল হারামের নির্মাণ কাজের ক্রেন ভেঙে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৮৭। একই সঙ্গে আহতের সংখ্যা জানানো হয়েছে দুই শতাধিক। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার ওই অঞ্চলে বায়ুর বেগ বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অনেক হজযাত্রীও রয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪০ জন বাংলদেশি হজ যাত্রী রয়েছেন বলে জানান জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান। তবে নিহতদের মধ্যেও বাংলাদেশি আছেন কি না সে ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য তিনি দিতে পারেননি।
তিনি জানান, আহত ৩০ জনকে মক্কার জায়েদ হাসতাপাল এবং ১০ জনকে জিয়াদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বদরগঞ্জের চান মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জিয়াদ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মক্কায় ক্রেন ভেঙে পড়ার ঘটনায় ৪০ বাংলাদেশি আহত। এর মধ্যে চাঁদ মিয়া চৌকিদার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক, তিন জন আইসিইউতে। তারা সবাই জিয়াদ হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের মেডিকেল টিম সেখানে আছে।

নিউজবাংলা/একে