নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার যুবদলের দুই নেতা উপর হামলা ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় উপজেলা সদরের নতুন বাজারস্থ বাসিয়া ব্রীজের সামনে এঘটনা ঘটে। এসময় উপজেলা সদরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

আহতরা হলেন-উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক গোবিন্দমালাকার, যুবদল নেতা আবদুর রব সরকার। এরই মধ্যে গুরুতর আহত অবস্থায় গোবিন্দ মালাকারকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, যুবদল নেতা গোবিন্দ মালাকার তার মোটরসাইকেল যোগে উপজেলা সদরের নতুন বাজার ব্রীজের নীচে আসা মাত্র কয়েকজন তার উপর হামলা চালায়। খবর পেয়ে তার নিজ দলের অনুসারীরা নেতাকর্মীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা ঘটনাটি ঘটতে পারে বলে এমনটাই ধারনা করছেন স্থানীয়রা।

এব্যাপারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আহত যুবদল নেতা গোবিন্দ মালাকার কারা তার ওপর হামলা করেছে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে পরিস্থিতি শান্ত। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।

নিউজবাংলা/একে