ওয়াশিংটনে বাংলাদেশ-আমেরিকা নিরাপত্তা সংলাপ
নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো নিরাপত্তা সংলাপ।
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই দেশের শীর্ষ পর্যায়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
এবারের সংলাপে স্থানীয় নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, শান্তিরক্ষা, সন্ত্রাসবিরোধী যুদ্ধ ও সামরিক সহায়তাসহ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে আলোচনার টেবিলে ছিল মানবিক সহায়তা, দুর্যোগে ত্রাণ, সমুদ্র ও স্থলসীমান্তে নিরাপত্তার বিষয়।
সংলাপে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ছিলেন রাজনীতি ও সামরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টড চ্যাপম্যান।
নিউজবাংলা/একে