নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির বাসাইল জোনাল অফিসের উদ্যোগে আজ শনিবার(১২ সেপ্টেম্বর) ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে পৌরসভার সকল সংযোগ প্রত্যাশীদের মধ্যে একদিনে ৩১৬ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

 

 

জানা যায়, বাসাইল পৌর এলাকায় আগষ্ট/১৫ পর্যন্ত মোট ৪৯২টি আবেদন পেন্ডিং ছিল। ৩১৬ জন গ্রাহক সমীক্ষা ফি ও জামানত জমা করায় তাদের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

বাসাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল-আমিন চৌধুরী বলেন, টাঙ্গাইল জেলার বিভিন্ন অফিস থেকে প্রয়োজনীয় সংখ্যক জনবল এনে পৌর এলাকায় ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে একদিনে ৩১৬জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। এতে গ্রাহক হয়রানি দুর হবে এবং দালাল ও মধ্যস্থত্ব ভোগীদের দৌরাত্ব হ্রাস পাবে।

নিউজবাংলা/একে