নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

 

মির্জাপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইলের  মির্জাপুরে মাদক সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজা তাদের কারাদণ্ড দেন।

দ-প্রাপ্তরা হলো উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের লক্ষণ রাজ বংশীর ছেলে ইন্দ্র মোহন রাজ বংশী (২২), ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রামের বিশু কাজীর ছেলে জহির কাজী (২৫) ও গোড়াই নাজিরপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. শিশির (১৮)।

এদের মধ্যে ইন্দ্র মোহন রাজ বংশী ও জহির কাজীকে এক বছর এবং শিশিরকে ছয় মাসের কারাদণ্ড দেন বিচারক।

পুলিশ জানান, দ-প্রাপ্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপরাধ করে আসছিল।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. সেলিম রেজা বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজবাংলা/একে