নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:

জামালপুর প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভেষজ ওষুধের গুণাগুন নিয়ে রোগিদের উদ্বুদ্ধ করতে আনোয়ার শাহ রাজার প্রচার চলছেই । তিনি প্রায় ১ মাস যাবত এই উদ্বুদ্ধকরণের কাজ করে যাচ্ছেন।

৮ মাস ধরে বেতন ভাতা না পেলেও মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এ কাজটি অব্যাহত রেখেছেন রাজা। একজন মানুষকে সুস্থ্য থাকতে হলে ভেষজ ওষুধের বিকল্প নেই । তাই তিনি এ কাজ টি করে যাচ্ছেন। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করলেও দায়িত্ব নিয়ে সরকারি এ প্রচার করেই যাচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হারবাল বিভাগের হারবাল সহকারী মো. আনোয়ার শাহ রাজা প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগিদের হারবাল ভেষজ ওষুধ সম্পর্কে জানান দিয়ে যাচ্ছেন।
“নিত্য খাবেন লবন আদা ,অরুচি আর থাকবে না” স্লোগান নিয়ে তিনি প্রতিদিন রোগিদের সচেতন করে তুলছেন। রোগিরাও বিনামূল্যে এসব পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
এব্যাপরে হারবাল সহকারী আনোয়ার শাহ রাজা বলেন , ভেষজ ওষুধের গুণাগুন সম্পর্কে রোগি ও সহ সাধারণ মানুষ জানানো হচ্ছে। ভেষজ ওষুধ সেবন করলে স্বল্প খরচে রোগিরা ভাল ফলাফল পাবে।

নিউজবাংলা/একে