নিউজবাংলা- ১২সেপ্টেম্বর শনিবার:
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে নির্বাচনের মাধ্যমে মুক্তিযোদ্ধা কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে।

 

শনিবার দুপুরে অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রাজ্জাক কমান্ডার ও আব্দুল মজিদ ডেপুটি কমান্ডার পদে বিজয়ী হন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শরীফ মাহমুদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

নির্বাচনে ওই ইউনিয়নের ৬৭ জন মুক্তিযোদ্ধা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এসময় টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার (সাংগঠনিক) জয়নাল আবেদীন ফারুক, সহকারী কমান্ডার (অর্থ) কাদের মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/একে