টাঙ্গাইলের মির্জাপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
আজ সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্লা এলাকায় বালু বোঝাই একটি ট্রাকের সাথে গরুবোঝাই ট্রাকের এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহত ব্যক্তিদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন ট্রাকের চালক ও আরেকজন গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন। আহত পাঁচজনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে মির্জাপুর হাইওয়ে থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে রাখা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।