হবিগঞ্জে ৩ প্রতারক মহিলা আটক
নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ শহর থেকে প্রতারক চক্রের ৩ মহিলা সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
গতকাল রবিবার সন্ধ্যায় তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শহরের স্টাফ কোয়ার্টার এলাকার একটি দোকানে নকল সোনা দিয়ে প্রতারণার সময় স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হল, রংপুর জেলার পীরগঞ্জ থানার লাখ মিটিপুর গ্রামের আবুল কালামের স্ত্রী সালেমা বেগম (২৫), একই গ্রামের মধু খানের স্ত্রী ফতেমা বেগম (৩০) ও একই জেলার জ্যুতি ভাঙ্গা গ্রামের মমিন মিয়ার স্ত্রী নাছরিন আক্তার (২৫)।
নিউজবাংলা/একে