হবিগঞ্জে নিখোঁজ পারুল উদ্ধার, জনমনে নানা প্রশ্ন
নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
শহরের উত্তর শ্যামলী এলাকায় মানবপাচারের ঘটনার ভিকটিম পারুল বেগম (৩৫) কে উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার সকালে তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই কৃষ্ণ মোহন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করেন। পরে বিকেলেই তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহনের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে হাজির করা হয়। আদালত জবানবন্দি গ্রহণ শেষে বিকেলেই তাকে মুক্তি দেন।
স্বীকারোক্তিতে পারুল বলে, তাকে কেউ অপহরণ করেনি। সে হারিয়ে গিয়েছিল। এদিকে ওই মামলার আটককৃত ৩ আসামীর জামিন না মঞ্জুর করেছেন আদালত।
আটককৃতরা হল বাহুবলের অমৃতা খাগাউড়া গ্রামের মৃত লোদাই মিয়ার পুত্র শওকত (৫০), মৃত আছাব আলীর পুত্র ছেগেন মিয়া (৫৫), শওকত আলীর পুত্র আব্দুস সহিদ (৩০) কে কোর্ট মসজিদ এলাকা থেকে পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে।
মূল ঘটনা হল, উত্তর শ্যামলী এলাকার মৃত কদর আলীর কন্যা একই এলাকার হারুনের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করে তার ভাগ্নি পারুলকে মালয়েশিয়া পাঠানোর অভিযোগে দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
অভিযোগে উলে¬খ করা হয় দালালরা ১ লাখ টাকা নিয়ে পারুলকে মালয়েশিয়া না পাঠিয়ে পাচার করে দেয়। এর প্রেক্ষিতে পুলিশ পারুলকে উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান চালায়।
নিউজবাংলা/একে