নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

ঢাকা: আজ সোমবারও ভ্যাটবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে তারা ফুটপাত এবং ক্যাম্পাসে অবস্থান নিলেও কিছু সময় পর রাস্তায় অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এতে উত্তরা হাউজ বিল্ডিং মোড়সহ রাজধানীর কয়েকটি সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবারের পর গতকাল রবিবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের অবরোধে স্থবির হয়ে পড়েছিল রাজধানীর সড়কগুলো। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠে।

রবিবার সকাল থেকে সড়ক অবরোধের পর বিকালে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় অবস্থানরত বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সামির সাকলাইন মাইকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে সোমবার সকাল ৯টায় পুনরায় সবাইকে একই স্থানে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

উচ্চ শিক্ষায় টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনি থেকে সোমবার তিনদিনের ছাত্র ধর্মঘট ডেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এই শিক্ষার্থীরা সড়ক অবরোধে রয়েছে।

শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে মঙ্গলবার পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে বসুন্ধরার আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই এলাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (আইইউবি) কর্তৃপক্ষও রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ঘোষণা করেছে।

 

নিউজবাংলা/একে