ঢাকা: গত ১০ সেপ্টেম্বর শুটিং শুরু হওয়ার কথা ছিল হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’র। কিন্তু হঠাৎ করে পাওলি অসুস্থ হয়ে পড়ায় শুটিং ডেট পেছানো হয়েছে।
এদিকে শোবিজ অঙ্গন এবং বাইরের অনেকে বলছেন, একটি শ্রেনীর হুমকির ভয়ে ঢাকা আসেননি পাওলি দাম।
আগামী ১৮ সেপ্টেম্বর পাওলিকে রেখেই শুরু হবে ছবিটির শুটিং। পাঁচদিনের এই শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। ঢাকা ও ঢাকার আশেপাশে বিভিন্ন লোকেশনে এবারের শুটিং হবে।
হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘পাওলি অসুস্থ থাকায় ১০ তারিখ শুটিং শুরু করতে পারিনি। তবে ঈদের আগে শাকিবকে নিয়ে পাঁচদিন শুটিং করবো। ঈদের পরে পাওলি অংশ নেবেন ‘সত্তা’য়।