নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

ঢাকা: বর্তমান সময়ে খুব ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক বাপ্পি। এখন তিনি ব্যস্ত আছেন ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘বাজে ছেলে-দ্য লোফার’সহ বেশ কিছু ছবির শুটিং নিয়ে।

এছাড়াও তার অভিনীত ছবি মুক্তির অপেক্ষায় আছে ‘ওয়ান ওয়ে’, ‘লাভার বয়, ‘অনেক দামে কেনা’, ‘সুইটহার্ট’ ও ‘আজব প্রেম’ ছবিগুলো। এছাড়া সম্প্রতি তিনি শুটিং শুরু করতে যাচ্ছেন ‘মিসড কল’, ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’সহ নতুন বেশ কিছু চলচ্চিত্রের।

এবার নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পি চৌধুরী। ‘দাগ’ নামের ছবিটি পরিচালনা করবেন নবাগত তারেক শিকদার। এতে বাপ্পির বিপরীতে থাকবেন দুই নায়িকা। তবে নায়িকা কে কে থাকছেন তা এখনো চূড়ান্ত হয়নি।

পরিচালক তারেক শিকদার বলেন, ‘আমি চাষী নজরুল ইসলাম স্যারের সহযোগী হিসেবে অনেকদিন কাজ করেছি।  এটা আমার পরিচালনায় প্রথম ছবি। তাই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। এখন গল্পের কাজ করছি। কিছুদিন আগে নায়ক বাপ্পি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন’।

নায়িকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির গল্পে দু’জন নায়িকা থাকবেন। তারা দু’জন আপন বোনের চরিত্রে অভিনয় করবেন। আমি এখন পর্যন্ত মাহি, পরীমনি, আঁচলসহ বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথা বলেছি। আশা করছি দু’একদিনের মধ্যে এদের মধ্যে দুইজনকে ‘দাগে’ চুক্তিবদ্ধ করতে পারবো’।

‘দাগ’ ছবিতে আরো অভিনয় করবেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, সেলিম আহমেদ প্রমুখ।

ছবির গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ লিখছেন রফিকুজ্জামান। সবগুলো গানের সঙ্গীতায়োজন করবেন আলী আকরাম শুভ।

চলতি বছরের নভেম্বর মাসে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে। আগামী বছর ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পুরোদমে শুটিং চলবে।

নিউজবাংলা/একে