নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশের এক কারাগারে গতকাল রবিবার গভীর রাতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা।

এ সময় চার শতাধিক বন্দি পালিয়ে যায় বলে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।

রবিবার রাত আড়াইটার দিকে গজনির ওই কারাগারে তালেবান জঙ্গিরা হামলা চালায়।

প্রাদেশিক ডেপুটি গভর্নর মোহাম্মদ আলী আহমাদি বলেন, সামরিক পোশাকে ছয়জন তালেবান জঙ্গি গজনির কারাগারে আকস্মিক হামলা চালায়। প্রথমে তাঁরা কারাগারের প্রধান ফটকের সামনে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা গুলি ছুড়ে কারাগারের ভেতরে ঢুকে বন্দিদের পালিয়ে যেতে সহায়তা করে। এই হামলার ঘটনায় ৩৫২ জন কারাবন্দি পালিয়ে গেছে।

কিন্তু দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারে তালেবানের হামলার ঘটনায় চার শতাধিক বন্দি পালিয়েছে।

নিউজবাংলা/একে