রৌমারীতে বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন
নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
সাখাওয়াত হোসেন সাখা, রৌমারী (কুড়িগ্রাম)সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়ীতে অবস্থান করে অনশন পালন করছে এক প্রেমিকা।
প্রেমিকের বাড়ীতে রবিবার রাত ১২ টায় থেকে অনশন পালন করছে এ প্রেমিকা। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ার চর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ার চর গ্রামের শাহাজামালের কন্যা ও চর বোয়ালমারী দাখিল মাদ্রসার চতুর্থ শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার(১১) সাথে একই গ্রামের আব্দুর রশিদ মিয়ার পুত্র ও চরবোয়ালমারী দাখিল মাদ্রসার অষ্টম শ্রেনীর ছাত্র সহিদুর রহমান (১৫) দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক চলে আসছে। তাদের দীর্ঘদিনের প্রেমের সর্ম্পক বিয়েতে পরিণত করতে এক পর্য্যায়ে প্রেমিকা শারমিন আক্তার প্রেমিক সহিদুরকে বারবার চাপ সৃষ্টি করতে থাকে। প্রেমিকার বিয়ের প্রস্তাবে নানা অজুহাতে দেখিয়ে কালক্ষেপন করতে থাকে প্রেমিক সহিদুর। এক পর্য্যায়ে সহিদুর প্রেমিকা শারমিন আক্তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বিয়ের দাবী নিয়ে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয় শারমিন আক্তার। একই সাথে খাওয়া-দাওয়া ছেড়ে আমরন অনশনের ঘোষনা দিয়ে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়েছে সে।
এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি করে। এদিকে প্রেমিকের পরিবার শারমিনকে নিয়ে পরেছে বিপাকে। অনাহারে শারমিন শারীরীক অবস্থার অবনতি ঘটেছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায়। স্থানীয় জন-প্রতিনিধি সুরাহা করতে পারছে না। রবিবার সন্ধায় দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি আমির হোসেন বিষয়টি নিষ্পত্তির জন্য ইউপি সদস্য হাসেমকে দায়ীত্ব প্রদান করেন। ইউপি সদস্য হাসেম মিয়া জানান, উভয় পরিবারের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির চেষ্ঠা চলছে। রৌমারী থানার ওসি সোহরাব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিরা দায়িত্ব নিয়েছেন। তবে বিষয়টি উপর আমরা সার্স্বক্ষনিক দৃষ্টি রাখছি।
নিউজবাংলা/একে