নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:
আব্দুল্লাহ আল নোমান:
টাঙ্গাইল: চমক দেখালেন মির্জা ওয়াহিদ হোসেন। টাঙ্গাইল শহরের করের বেতকার মেধাবী যুবক ওয়াহিদ হোসেন এলাকায় তাপস হিসেবে পরিচিত। হিসাব বিজ্ঞানের ছাত্র হলেও বৈজ্ঞানিক উদ্ভাবনী শক্তি ওর ভেতরে প্রচুর। স্বাপ্নিক এ যুবকের স্বপ্ন ছিল আকাশে ওড়ার। সেই স¦প্ন থেকেই পাইলটবিহীন বিমান তৈরি করে উড়ালেন আকাশে।
