নিউজবাংলা- ১৪ সেপ্টেম্বর, সোমবার:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে পানিতে ডুবে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ গ্রামের বশির আহমেদের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের শিশুকন্যা সামিয়া।

 

 

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সামিয়ার বাবা বাড়ির পাশে পালানে মাছ ধরার জাল পেতে কাজে চলে যায়। এদিকে সামিয়াকে তার মা স্কুলে যাওয়ার কথা বললে সামিয়া মাকে জানায় আজ স্কুলে যাব না আমার জামা- কাপড় কাচব। পরে সত্যি সে তার জামা কেচে নিজে নিজেই সাজ গুজ করে। দুপুরে খাওয়ার সময় মা সামিয়াকে ডাকাডাকি করে পরে ডাকে সারা না পেয়ে খোজাখুজি শুরু করে। অনেক খোজাখুজির পর কোথাও না পেয়ে সন্ধ্যায় স্থানীয় মসজিদের মাইক দিয়ে সামিয়াকে না পাওয়ার সংবাদ জানায়। কিন্তু কোন সন্ধান মেলেনি সামিয়ার। পরের দিন আজ সোমবার(১৪ সেপ্টেম্বর) আরিফ নামের এক ব্যাক্তি বিলে শাপলা তুলতে গিয়ে সামিয়াদের পাশের বাড়ির সামনে ভাসমান অবস্থায় সামিয়ার লাশ উদ্ধার করে। উড়ন্ত প্রজাপতির মত সামিয়ার এ মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। সন্তান শোকে পাগল প্রায় মৃত সামিয়ার মা- বাবা।

নিউজবাংলা/একে