নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট কখনও চায় না যে, এ দেশের উন্নয়ন হোক আর মানুষ সুখে শান্তিতে থাকুক।

তাই তারা হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। সারাদেশে অরাজকতা সৃষ্টিসহ ধ্বংযজ্ঞ চালিয়েছিল।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট ও সময়োপযোগী পদক্ষেপের কারণে ওই অপশক্তির সব ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বাংলাদেশ ফের এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার বিকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন এবং এ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ’ পুরস্কার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও দেশের মানুষের সম্মান বৃদ্ধি করেছেন। ‘ডিজিটাল বাংলাদেশ’ এর উদ্ভাবকও হচ্ছেন শেখ হাসিনা। তারই জন্য দেশের মানুষ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে। ছেলেমেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হবার সুযোগ পাচ্ছে। তৃণমূলে বসবাসকারী মানুষও নতুন প্রাণ পেয়েছে।

সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মকবুল হোসেনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ডক্টর মিজানুর রহমান ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বক্তব্য রাখেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র আফজাল হোসেন রানা, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি স্টল স্থান পেয়েছে। শিল্পমন্ত্রী স্টলগুলো ঘুরে দেখেন।

এর পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সমাজকল্যাণ কেন্দ্রসমূহের মাঝে অনুদানের চেক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। ৩৮টি মহিলা সংগঠনকে মোট সাত লাখ ৪০ হাজার টাকার চেক দেওয়া হয়। এছাড়া শিল্পমন্ত্রী একই দিনে ঝালকাঠির নলছিটিতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহও উদ্বোধন করেন।

নিউজবাংলা/একে