নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:

 

সিলেট: সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার শুনান আজ অনুষ্ঠিত হচ্ছে। বিচারের জন্য মামলাটি সম্প্রতি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে হস্তান্তর করা হয়।

মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আজ বুধবার মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। শুনানিকালে এই মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হবে। তবে প্রধান আসামি কামরুলকে এখনও সৌদি আরব থেকে ফিরিয়ে না আনায় তাকে আদালতে হাজির করা হচ্ছে না।

সিলেট জজ আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) আবদুল আহাদ এই তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সকালে সিলেট নগরীর উপকণ্ঠ কুমারগাঁও এলাকায় পৈচাশিক নির্যাতন করে শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। নিহত রাজন সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামের আজিজুর রহমান আলমের ছেলে। এ ঘটনার পর নির্যাতনের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। ঘাতকদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন সর্বস্তরের মানুষ।

নিউজবাংলা/একে