ঠাকুরগাঁওয়ে সরকারি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
নিয়মিত ক্লাস, পর্যাপ্ত শিক্ষক সংকট, হোস্টেল, ল্যাবরটরি যন্ত্রপাতি, পরিবহন ও ক্যান্টিন ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
এ সময় বক্তব্য রাখেন, ছাত্র নেতা জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব আলম রুবেল, জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের সভাপতি ভবোতষ রায়, কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, শিক্ষার্থী ইউসুফ, মাহি প্রমুখ।
বক্তারা এ সময় ঠাকুরগাঁও সরকারি কলেজের কোচিং বাণিজ্য বন্ধ, শিক্ষক সংকট নিরসন, পর্যান্ত হোস্টেল, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা, নিয়মিত ক্লাস, স্বতন্ত্র পরীক্ষা হল চালুসহ বিভিন্নœ দাবি তুলে ধরেন এবং অতিদ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি দৃষ্টি কামনা করেন।
পরে এ সকল দাবিতে সরকারি কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া মন্ডলের বরাবরে একটি স্মারক লিপি পেশ করতে গেলে ছাত্রলীগের বাধাঁর মুখে স্বারক লিপি প্রদান করতে পারেনি।
নিউজবাংলা/একে