কাল থেকে ফিরতি হজ ফ্লাইট
নিউজবাংলা – ২৭ সেপ্টেম্বর, রবিবার:
ঢাকা: আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে এবারের ফিরতি হজ ফ্লাইট।
সৌদি আরব থেকে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র প্রথম ফ্লাইটটি সোমবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল (রহ) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
এক লাখ সাত হাজার ২৯০ জন হজযাত্রীর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪ হাজার ৮০৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।
বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্স’র ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
নিউজবাংলা/একে